Abhijan kobita Kazi Nazrul Islam অভিযান – কাজী নজরুল ইসলাম

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Abhijan kobita Kazi Nazrul Islam অভিযান - কাজী নজরুল ইসলাম

 

নতুন পথের যাত্রা-পথিক

চালাও অভিযান!

উচ্চ কণ্ঠে উচ্চার আজ-

“মানুষ মহীয়ান!”

চারদিকে আজ ভীরুর মেলা,

খেলবি কে আর নতুন খেলা?

জোয়ার জলে ভাসিয়ে ভেলা

বাইবি কি উজান?

পাতাল ফেড়ে চলবি মাতাল

স্বর্গে দিবি টান্।।

 

সরল সাজের নাইরে সময়

বেরিয়ে তোরা আয়,

আজ বিপদের পরশ নেব

নাঙ্গা আদুল গায়।

আসবে রণ-সজ্জা ক’বে,

সেই আশায়ই রইলি সবে!

রাত পোহাবে প্রভাত হবে

গাইবে পাখি গান।

আয় বেরিয়ে, সেই প্রভাতে

ধরবি যারা তান।।

আঁধার ঘোরে আত্নঘাতী

যাত্রা-পথিক সব

এ উহারে হানছে আঘাত

করছে কলরব!

অভিযানে বীর সেনাদল!

জ্বালাও মশাল, চল্ আগে চল্।

কুচকাওয়াজের বাজাও মাদল,

গাও প্রভাতের গান!

ঊষার দ্বারে পৌছে গাবি

‘জয় নব উত্থান!’

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।