Bibriti kobita Sunil Gangopadhyay বিবৃতি কবিতা – সুনীল গঙ্গোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bibriti kobita Sunil Gangopadhyay বিবৃতি কবিতা - সুনীল গঙ্গোপাধ্যায়

 

উনিশে বিধবা মেয়ে কায়ক্লেশে উন্‌তিরিশে এসে

গর্ভবতী হলো, তার মোমের আলোর মতো দেহ

কাঁপালো প্রাণান্ত লজ্জা, বাতাসের কুটিল সন্দেহ

সমস্ত শরীরে মিশে, বিন্দু বিন্দু রক্তে অবশেষে

যন্ত্রণার বন্যা এলো, অন্ধ হলো চক্ষু, দশ দিক,

এবং আড়ালে বলি, আমিই সে সুচতুর গোপন প্রেমিক।

 

দিবসার্ধ পায়ে হেঁটে ফিরি আমি জীবিকার দাসত্ব-ভিখারী

ক্লান্তি লাগে সারারাত, ক্লান্তি যেন অন্ধকার নারী।

একদা অসহ্য হলে বাহুর বন্ধনে পড়ে ধরা

যন্ত্রণায় জর্জরিতা দুঃখিনী সে আলোর স্বরূপে

মাংসের শরীর তার শুভক্ষণে সব ক্লান্তিহরা

মন্ডূকের মতো আমি মগ্ন হই সে কন্দর্প-কূপে

 

তার সব ব্যর্থ হলো, দীর্ঘশ্বাসে ভরালো পৃথিবী

যদিও নিয়ম নিষ্ঠা, স্বামী নামে স্বল্প চেনা লোকটির ছবি

শিয়রেতে ত্রুটিহীন, তবু তার দুই শঙ্খ স্তনে

পূজার বন্দনা বাজে আদিগন্ত রাত্রির নির্জনে।

 

সে তার শরীর থেকে ঝরিয়েছে কান্নার সাগর

আমার নির্মম হাতে সঁপেছে বুকের উপকূল,

তারপর শান্ত হলে সুখে দুঃখে কামনার ঝড়

গর্ভের প্রাণের বৃন্তে ফুটে উঠলো সর্বনাশ-ফুল।

 

বাঁচাতে পারবে না তাকে ঊনবিংশ শতাব্দীর বীরসিংহ শিশু

হবিষ্যান্ন পুষ্ট দেহ ভবিষ্যের ভারে হলো মরণসম্ভবা

আফিম, ঘুমের দ্রব্য, বেছে নেবে আগুন, অথবা

দোষ নেই দায়ে পড়ে যদি বা ভজনা করে যীশু ।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।