Shopno churi kobita স্বপ্ন চুরি কবিতা – ভবানীপ্রসাদ মজুমদার
কোথায় গেল লাটাই আমার, কোথায় রঙিন ঘুড়ি?
বাবা-মায়ের ইচ্ছাপূরণ করতে হুড়োহুড়ি!
ব়্যাট-রেসে রোজ ছুটে-ছুটেই ক্লান্ত পুরোপুরি
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি!
কে.জি-টু’য়ে পড়ি আমি, ব্যাগেতে বই ভরি
এক-দুই-তিন, চার-পাঁচ-ছয়… আঠারো-উনিশ-কুড়ি…
বইয়ের পাতায় বন্দী বাতাস, সুযোগ কোথায় উড়ি?
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি।
হারিয়ে গেছে আকাশ-বাতাস, পাহাড়-সাগর-নদী
হারিয়ে যাওয়া সেইসব দিন পাই ফিরে ফের যদি।
বুকে সুখের দোলনা দোলায় বুড়ো-বটের ঝুরি
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি।
স্বপ্ন গেছে চুরি আমার, নালিশ জানাই কাকে?
হয় মনে সাধ, জড়িয়ে গলা দুঃখ জানাই মা-কে।
মা রেগে কন, লেখাপড়ায় দেখাও বাহাদুরি
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি।
স্কুলে পড়া, বাড়িতে পড়া, পড়া কোচিং-ক্লাসে
চোখ ঢেকে যায় লেন্স-চশমায়, প্লাস-মাইনাস গ্লাসে।
“নেই দেরি আর, চাই কেরিয়ার” বাবার জারিজুরি
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি।
দিন কেটে যায়, রাত কেটে যায়, সকাল-বিকাল-দুপুর
মন-ময়ূরী পেখম ফোলায়, খুশির কলস উপুড়।
বাবা-মায়ের হুঙ্কারে মন হুতাশ পুরোপুরি
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি।