Ghumiye ache shishur pita kobita lyrics ঘুমিয়ে আছে শিশুর পিতা
কেউ বলে না, তোমরা সবাই ফুলের মতো ফোটো
কেউ বলে না, সত্যিকারের মানুষ হয়েই ওঠো।
চেঁচায় সবাই, ছোটো-ছোটো, ছোটো-ছোটো-ছোটো
রাত-বারোটায় যাও শুতে আর ভোর-চারটেয় ওঠো।
একটা কথা রাখবে মনে মাস্ট
সব কিছুতে হতেই হবে ফার্স্ট !
লেখায়-পড়ায়, আঁকায়-আবৃত্তিতে
ক্যুইজ-ডিবেট, নৃত্য বা সংগীতে
ব্যাডমিন্টন—ক্রিকেটে—ফুটবলে
সাঁতার-টেনিস, জলে কিংবা স্থলে,
কুংফু—কারাটে—জুডো—মার্শাল আর্ট
প্রতিটি সেকেন্ড চলবে মেনেই চার্ট!
যেভাবে হোক, হতেই হবে সব কিছুতে সবার চেয়ে সেরা
বীরের মতন বুক ফুলিয়ে বাবা-মায়ের তবেই বাড়ি ফেরা।
ভালো করে তাকিয়ে কেউই দ্যাখে না সেই শিশুর দিকে ফিরে
আলো—আশার আকাশটা তার কালো মেঘেই যাচ্ছে ঢেকে ধীরে।
বাবা বলেন, ‘কম্পিউটার’, কাকা বলেন ‘আই টি’
দিদি বলেন, ‘ইলেকট্রনিক্স’ পড়বে আমার ভাইটি।
পিসি বলেন, ‘ডাক্তার’ আর মাসি বলেন ‘উকিল’
মামি বলেন, ‘চাটার্ড’ বা ‘কস্ট’, নইলে দেবই দু-কিল।
‘এস.ডি.ও’ বা ‘বি.ডি.ও’ বা ‘ডি.এম’
এইসবই হোক খোকাখুকুর ‘The Aim’!
রবীন্দ্রনাথ-শরৎ-জীবনানন্দ
সুকান্ত বা নজরুলও নয় মন্দ।
কিংবা শচীন, বাইচুং বা সৌরভ
বাড়াও নিজের, দেশের-দশের গৌরব।
নয় এম,এল.এ, এম.পি, মিনিস্টার
কী দাম ‘বিবেক’ নামক জিনিসটার ?
ন্যায়-নীতি আর প্রেম-প্রীতি সব শিকেয় রেখেই তুলে
ইঁদুর-দৌড়ে লাফাও-ঝাঁপাও-হাঁফাও দুঃখ ভুলে।
‘সোনার হরিণ’ হাতছানি দেয়, ছোটো-ছোটো-ছোটো
সফল হয়ে সুখের খনি দু-হাত দিয়েই লোটো।