Boi poro kobita poem lyrics বই পড়ো কবিতা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
টিভি কি দেখে নাকি?
তবে তারপরে ভাই
বেছে বেছে যত পার
বই পড়ে ফেলা চাই।
তখন বন্ধ টিভি,
বই পড়ি সব্বাই।
শুধু কি পাঠ্য বই?
আরে না না, তা তো নয়
আরও কত শত বই
রয়েছে বিশ্বময়।
সাবধানে বেছে নিয়ে
তাও তো পড়তে হয়।
বই আছে পাখি নিয়ে,
নদী আর পাহাড়ের
ফুল প্রজাপতি নিয়ে
শত রং বাহারের,
বিঘ্ন —বাধার কাছে
কিছুতেই না— হারের।
নানা রকমের বই
চারিদিকে ছড়ানো
বোকা —বাক্সের চেয়ে
বেশি মন— ভরানো।
পড়া চাই, আর চাই
অন্যকে পড়ানো।
Subscribe
0 Comments
Oldest