Adorsho shikhok kobita আদর্শ শিক্ষক কবিতা – কুমুদরঞ্জন মল্লিক
পড়োর পিতা আসি করিয়ে সবিনয়
বলিছে ছেলে মোর বোকা কি অতিশয়?
যা কিছু শিখেছিল বাড়ীতে মহাশয়
এখানে ভুলে গেল এটাত ভাল নয়?
রাগিয়া কহে গুরু সরাতে হবে মাটি
তবে ত পাকা ‘ভিত’ বসানো যাবে খাঁটি।
আইরি নাড়াগুলা তুলে না দিলে হেন
জ্ঞানের সারো কচু বসানো যাবে কেন?
এসব সোজা কথা বোঝ না জ্ঞানহীন
জোলাপ না দিলে কি ধরে হে কুইনিন।
Subscribe
0 Comments
Oldest