জলের পরতে (কবিতা) – দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় Joler Porote poem

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কলমিলতা ভেসে এল পুকুর-ঘূর্ণায়, পায়ে উঠে
বলে গেল ও পাড়ের বনজ খবর। খুব ছায়া
ঘেরাটোপ ধরে আছে মনে মনে। কলস-উপুড়
ভেসে যাওয়াটুকু ধরে রেখেছে সুপুরিবন, দিল
হাতে তুলে। দু-হাতের পাতা ভিজে যায়, গলা বেয়ে
ওঠে সুখ নিস্তাপ বিষাদে—চুপি চুপি নেশা লাগা
চোখ বুজে বুকের ওপর পেতে চাই সব ছোঁয়া  …
পানবোটায় ভরা ছিল ভাব, জিভে কামড় লেগেছে;
চোখ বুজে টের পাই রক্ত আর আগুন একই সাথে।
ধিকি ধিকি উড়ে আসে তামাটে-রক্তিম চৈত্রবেলা,
বয়ে আনে মুক্তোর ঝুরির মতাে ঝরা পাতা—তার
ইতুভাস্করের ঘটে বেঁধে দেওয়া একগাছি চুল।
কলমিলতা ভেসে যায় জলের ঘূর্ণায়, সে তােমায়
জলের পরতে মুড়ে ডুবে গেছে অজান্তে কখন …
‘কেবল দেখেছে শিয়রলতা’।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।