চাঁপার সিন্দুক (কবিতা) – সাধনা মুখােপাধ্যায় Chapar Sinduk poem
ও বড়াে কোমল গিরিখাত
অনুপ্রবেশ করাে ধীরে
আদ্র আনন্দের রেশ
মিলায় রক্তিমে তিমিরে
ও বড়াে চাঁপার সিন্দুক
ওইখানে আপেলের খনি
চাড় দিয়ে খুলাে না কো ডালা
আঁচড়ে আহত হবে ননী
ও বড়াে নরম জঙ্গল
আষ্টেপৃষ্ঠে আছে তৃণভূমি
কচি কচি কদম কেশর
তেমনই ভঙ্গিমা করাে তুমি
ও পথ তাে গােলাপেরই পথ
পাপড়ি মতাে মসৃণ
ভােমরার মতাে আচরণে
বিচরণ করাে চিরদিন
Subscribe
0 Comments
Oldest