Amar bondhu binodiare kobita আমার বন্ধু বিনোদিয়ারে কবিতা লিরিক্স

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

 

Amar bondhu binodiare kobita lyrics আমার বন্ধু বিনোদিয়ারে কবিতা লিরিক্স

 

আমার বন্ধু বিনোদিয়ারে

প্রাণ বিনোদিয়া;

আমি আর কতকাল রইব আমার

মনেরে বুঝাইয়ারে;

প্রাণ বিনোদিয়া।

কি ছিলাম, কি হইলাম সইরে, কি রূপ হেরিয়া,

আমি নিজেই যাহা বুঝলাম না সই, কি কব বুঝাইয়ারে;

প্রাণ বিনোদিয়া।

চোখে তারে দেখলাম সইরে! পুড়ল তবু হিয়া,

আমার নয়নে লাগিলে আনল নিবাইতাম কাঁদিয়ারে;

প্রাণ বিনোদিয়া।

মরিব মরিব সইরে যাইব মরিয়া,

আমার সোনা বন্ধুর রূপ দিও গরলে গুলিয়ারে;

প্রাণ বিনোদিয়া।

আগে যদি জানতাম বন্ধু যাইবা ছাড়িয়া,

আমি ছাপাইয়া রাখতাম তোমার পাঁজর চিরিয়ারে;

প্রাণ বিনোদিয়া।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।