Kothin anubhav kobita কঠিন অনুভব কবিতা – শক্তি চট্টোপাধ্যায়
চারধারে তার উপঢৌকন, কিন্তু আছে স্থির,
দুহাত মুঠিবদ্ধ কিন্তু ভিতরে অস্থির।
কেউ তাকে দ্যাখেনি হতে, উচিত ভেবে সব
ফিরিয়ে দিল, তার ছিলো এক কঠিন অনুভব।
Subscribe
0 Comments
Oldest