Premporbo 2 Kobita Srijato প্রেমপর্ব-২ – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
যেহেতু গত কয়েকবছর ধরে আমার জীবনে সরাসরি কোনও প্রেম নেই,
এই ব্যাপারটার সুযােগ নিয়ে মাঝেমধ্যেই আমি একটা মজার খেলা
খেলি। প্রাচীন, সরলমনা এক বান্ধবীর বাড়িতে বছরে দু-তিনদিন।
হন্তদন্ত হয়ে হাজির হই আর গম্ভীর মুখে তার কাছে আমার প্রেমের
গল্প ফেঁদে বসি। কিন্তু সেই প্রেম কখনওই নিশ্চিন্ত নয়। কখনও মেয়েটি
আমার চাইতে বয়েসে বড়, কখনও ছােট কিন্তু মুসলিম, আবার কখনও
সময়বয়সি কিন্তু বিবাহিতা..এইরকম সব ঝামেলা। এও বলি যে এইসব
ব্যাপার নিয়ে আমার ও মেয়েটির বাড়িতে প্রচণ্ড গণ্ডগােল, কারওরই কোনও
কাজে মন বসে না, কী যে হবে কে জানে, ইত্যাদি। আমার বান্ধবীটি
ঝামেলার গন্ধ পেয়ে আরও কৌতূহলী হয়ে ওঠে, আমার প্রেমিকার
কথা সবিস্তারে জানতে চায়, আমিও যখন যেমন পারি বর্ণনা দিই,
শুধু খেয়াল রাখি, আগের বারের গল্পের সঙ্গে যাতে মিলে না যায়।
শেষমেষ আমার বান্ধবীটি সহানুভূতি জানায়, বলে, সবরকমের।
অসুবিধেয় সে সাধ্যমতাে সাহায্য করবে…আর প্রতিবার তার বাড়ি
থেকে আমি আরও হালকা, ফুরফুরে হয়ে ফিরে আসি এই ভেবে, যে
আমার কাছে না হােক, কারও কাছে অন্তত আমার জ্বলজ্যান্ত, আস্ত
একটা প্রেমের অস্তিত্ব আছে।