Ke kare koribe khoma কে কারে করিবে ক্ষমা কবিতা মুহাম্মদ সামাদ
তুমি এক অনন্তের পাখি।
গাছে গাছে বনে বনে মনে মনে
আকাশের মেঘে মেঘে গান গাও—
পথে পথে বাঁধো হৃদয়ের রাখি।
তুমি উড়ে উড়ে দূরে চলে যাও
ফিরে ফিরে আসো, ভালোবাসো।
তবু তুমি কেনো এতো কষ্ট পাও?
কেনো তুমি আমাকে কাঁদাও?
তুমি রাধা নও— নও তো পাঞ্চালী।
তুমি বৃন্দাবনে খোলোনা দেহের ভাঁজ;
নদীকুলে— গঙ্গা—যমুনার সুখে
দেবী, তুমি সর্বদেহেমনে
সমর্পিত নও পঞ্চপাণ্ডবের বুকে।
কামরাঙা লাইলীর মতো তুমি একা মরে যাও—
একা ভেসে যাও প্রেমের সাগরে।
তুমি এক আটপৌরে নারী— তুমি শঙ্খমালা;
তুমি সোনার প্রতীমা, শ্যামা— সুন্দরের ছবি;
তোমার নীরব চোখে অস্থির প্রতীক্ষা করে
এক চণ্ডীদাস— শ্যামাঙ্গীর রূপমুগ্ধ কবি;
কোথায় হারিয়ে যেতে চাও তুমি?
জীবন সহজ হয়, মরণ সহজ তবু
প্রেম যদি অপরাধ— তবে, প্রিয়তমা
কার এতো শক্তি বলো, এতো স্পর্ধা কার?
কে কারে করিবে ক্ষমা?!