Shomudrer dike jarchi সমুদ্রের দিকে যাচ্ছি কবিতা মুহাম্মদ সামাদ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Shomudrer dike jarchi poem Muhammad Samad সমুদ্রের দিকে যাচ্ছি কবিতা মুহাম্মদ সামাদ

 

একজন বুর্জুয়া নেতা সাজানো সান্ধ্য টেবিলে আমাকে ডেকে বললেন—

‘কিছুদিন আগেও আমি তোমাকে খুব ভালোবাসতাম’

একজন বিলাসী আমলা রোববার সকালে আমাকে ডেকে বললেন—

‘ভালো লেখাপড়া জানো বিসিএস পরীক্ষাটা দাও’

একজন বয়স্ক সমালোচক তাঁর পত্রিকায় আমাকে ডেকে বললেন—

‘কী সব কবিতা লেখো, কাঁচা হাত আগুনে দিয়ো না’

সদ্য সূর্য ওঠা রক্তাক্ত সকাল— আমার প্রিয় বাংলাদেশ!

 

ছিন্নমূল মানুষের মুখ প্রত্যাশায় কেমন উন্মুখ

বেকার যুবকের গভীর দীর্ঘশ্বাস কেমন ধারালো

ক্ষুধার্ত শিশুর করুণ চিৎকার কী ভয়ংকর বিদ্রোহী

হাড্ডিসার শ্রমিকের বিক্ষুব্ধ সমাবেশ কেমন গনগনে জলন্ত উনুন—

  বস্তুত সকলেই উৎকর্ণ ভীষণ!

 

  এখানে আমাকে কবিতা পড়তে হবে,

কবিতা আমাকে পড়তেই হবে—

‘চলো শুকনো হাড়ের বদলে

সন্ধান করি তাজা রক্তের

তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য

শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক

সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।’

 

পিছুডাকে আর কিছুতেই ফেরাবো না ঘাড়

আমি এখন সমুদ্রের দিকে যাচ্ছি।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।