Nirshongota mane kobita নিঃসঙ্গতা মানে কবিতা আনিসুল হক
পথের ধারে জ্বলছে একা পৌরসভার বাতি
হিমকুয়াশাময়
বল্ছে নাকি বল্ছে ঘোলা চোখে—
নিঃসঙ্গতা মানে কোনো ভালোবাসা নয়।
দু’আঙুলের ডগায় পোড়ে ব্যর্থ সিগারেট,
ঠোঁটের ছোঁয়া পাচ্ছে না তাও দহন বেড়েই চলে,
একাকী সে বলে—
পুড়ে যাওয়া মানেই কারো জন্যে পোড়া নয়।
পৌরসভার লাইটপোস্টের মতন একা
দাঁড়িয়ে আছে, কে সে?
ঠোঁটের ছোঁয়া পাচ্ছে না তাও যাচ্ছে পুড়ে,
কে সে?
Subscribe
0 Comments
Oldest