Ashol kotha kobita lyrics Ajit Dutta আসল কথা কবিতা অজিত দত্ত
একটি আছে দুষ্টু মেয়ে,
একটি ভারি শান্ত,
একটি মিঠে দখিন হাওয়া,
আরেকটি দুর্দান্ত।
আসল কথা দু’টি তো নয়
একটি মেয়েই মোটে,
হঠাৎ ভালো হঠাৎ সেটি
দস্যি হয়ে ওঠে।
একটি আছে ছিঁচকাঁদুনি
একটি করে ফূর্তি,
একটি থাকে বায়না নিয়ে
একটি খুশির মূর্তি।
আসল কথা দু’টি তো নয়
একটি মেয়েই মোটে,
কান্নাহাসির লুকোচুরি
লেগেই আছে ঠোঁটে।
একটি মেয়ে হিংসুটী আর
একটি মেয়ে দাতা,
একটি বিলোয়, একটি কেবল
আঁকড়ে থাকে যা-তা।
আসল কথা দু’টি তো নয়
একটি মেয়েই মোটে,
মনের মধ্যে হিংসে-আদর
চৰ্কিবাজি ছোটে ॥
Subscribe
0 Comments
Oldest