Shio ghotkio gondhe kobita স্বীয় ঘােটকীয় গন্ধে – মল্লিকা সেনগুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Mallika Sengupta Love Poems - স্বীয় ঘােটকীয় গন্ধে - মল্লিকা সেনগুপ্ত

 

শিকারী ঈগল মাংসখণ্ড ভেবে ঠোঁটে তুলে নিল মল্লিকাকে
তখন অঘ্রাণ, বিন্ধ্য পাহাড়ের ঘাসে মােড়া ক্যাবিনেট জুড়ে
ক্রমশ: নেমেছে শীত। আমি কি মহিষী তাের? এত সন্তর্পণ
নাড়াচাড়া কেন যদি না দিলি পালঙ্ক, রতি, বিষ অঙ্গুরীয়

পাঁচশত কালাে ঘােড়া যাদের একটি কার শ্বেত, বরপণ
দিতে এসেছিলাে, আজ তারা জঙ্গলে সহস্র গলিপথে স্বীয়
ঘােটকীয় গন্ধে বিভাের। পাহাড় চুড়াের স্বামী এসে চুপচাপ
সূর্যাস্ত দেখেন, অশ্ব আর রমণীয় লােমকূপে নামে বাত।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।