পাতকী সংলাপ (কবিতা) – আবুল হাসান
এইসব থেকে আমি ছুটি চাই, ছুটি চাই
এই শিল্প, এই সামাজিক ফুল, হুলস্থূল সমিতি প্রধান যুগ
রৌদ্র আর রাত্রিভুক এই অবসাদ থেকে ছুটি চাই ছুটি চাই প্রভু!
সিংহযুথ, অশ্ববাহন থেকে ফিরে আসি আজকাল এতেও অনেক ক্লান্তি
বিবমিষা লাগে খুব ঘৃণা হয়, ঘৃণা হয় প্রভু আমি কি পাতক?
কসাইখানার কাছে রেখে আসি অবজ্ঞায় রাজার মুকুট আমি
ঘৃণা করি সিংহাসন, খুব ঘৃণা করি এই রাজাসন প্রভু আমি কি পাতক?
এক বেদুইন শুধু আজকাল আমাকে জ্যোৎস্নারাতে কেবলি জ্বালায়-
আমি আর ঘুমােতে পারি না, আমি ঘুমােতে পারি না প্রভু আমি কি পাতক?
এক পাল সে গােলাপভুক সিংহ শুধু আজকাল আমাকে ইশারায় ইশারায়
কবি হতে বলে প্রভু ঘৃণা হয়, ঘৃণা হয় প্রতিবাদে আমি সেই সুন্দর
গােলাপব্যাপী
থুথু ফেলে দেই, আমি থুথু ফেলে দেই প্রভু, আমি কি পাতক?
এক সে আলুলায়িত শিল্প শুধু আজকাল আমাকে তার স্তন
দেখিয়ে বলে,
স্তন দেখিয়ে বলে দ্যাখাে এই, দ্যাখাে এইই আমার নারীত্ব এইই আমার
নির্মাণ প্রভু
আমি কি বলবাে, আমি কি বলবাে, আমি অভিমানে অভিমানে
তখন আমার সব মরখুটে শিশ্ন দেখিয়ে বলি এ দিয়ে হবে না
এ দিয়ে হবে না কিছু এ দিয়ে হবে না আমি নপুংশক আমি তাে
নপুংশক!
আমি দেখেছি তাে মানুষ কেবলি তারা ভুল মানুষ ভুল মানুষ,
ভুল মানুষ!
আমি দেখেছি তাে শিল্প কেবলি তারা ভুল শিল্প, ভুল শিল্প!
আমি দেখেছি নির্মাণ কেবলি তাে অবৈধ নির্মাণ, শুধু অবৈধ নির্মাণ!
হয়েছে আমার দেখা হয়ে গেছে সব, জানা হয়ে গেছে সব, চেনা হয়ে
গেছে সব!
হয়েছে আমার ভালােবাসা হয়েছে অনেক আর ঘৃণা করা হয়েছে অনেক!
আমি জেনেছি জলের ধারা, বুঝেছি হত্যার শিল্প, চিনেছি সমিতি!
আমি দেখেছি গােলাপভুক সিংহেরও কারসাজি।
কসাইখানায় কারা সুন্দর নিষ্পাপ গাভী করে বিক্রি এও তাে দেখেছি!
সিংহযূথ, অশ্ববাহন, মুক্তা, নারীর নিভৃত নাভি যাতনা সঙ্গম আমি
এও তাে দেখেছি!
আজ আমি খুব ক্লান্ত ক্লান্ত আমি ছুটি চাই প্রভু আমি কি পাতক?