Anek chilo bolar অনেক ছিল বলার কাজী নজরুল ইসলাম

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Anek chilo bolar Kazi Nazrul Islam অনেক ছিল বলার কাজী নজরুল ইসলাম

 

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে

পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে

আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পারের পথে

ঝরা পাতা হারায় যথা, সেই আঁধারে ভাসতে

যাই সেই আঁধারে ভাসতে।

 

গহন রাতি ডাকে আমায়, এসে তুমি আজকে

কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে

আসতে যদি হে অতিথি, ছিল যখন শুক্লা তিথি

ফুটতো চাঁপা, সেদিন যদি চৈতালী চাঁদ হাসতে।।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।