Ke kobita lyrics Iswar Chandra Gupta কে কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ke kobita lyrics Iswar Chandra Gupta কে কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

বল দেখি এ জগতে ধার্মিক কে হয়,

সর্ব জীবে দয়া যার, ধার্মিক সে হয়।

বল দেখি এ জগতে সুখী বলি কারে,

সতত আরোগী যেই, সুখী বলি তারে।

বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে,

হিতাহিত বোধ যার, বিজ্ঞ বলি তারে।

বল দেখি এ জগতে ধীর বলি কারে,

বিপদে যে স্থির থাকে, ধীর বলি তারে।

বল দেখি এ জগতে মূর্খ বলি কারে,

নিজ কার্য নষ্ট করে, মূর্খ বলি তারে।

বল দেখি এ জগতে সাধু বলি কারে,

পরের যে ভাল করে, সাধু বলি তারে।

বল দেখি এ জগতে জ্ঞানী বলি কারে,

নিজ বোধ আছে যার জ্ঞানী বলি তারে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।