Dur theke dekho kobita দূর থেকে দেখো – সুভাষ মুখোপাধ্যায়
আমি আমার ভাবনাগুলোকে
চামচে ক’রে নাড়তে থাকব—
অন্য কোনো টেবিল থেকে তুমি শুনো।
সামনে দাঁড় করানো থাকবে কাপ
আমার কোলের ওপর দুটো আঙুল
কুরুশকাঠির মত বুনবে
স্মৃতির জাল—
তুমি অন্য কোনো টেবিল থেকে দেখো।
তারপর
যখন জুড়িয়ে জল হয়ে যাবে সময়
চেয়ারে শব্দ ক’রে আমি উঠে পড়ব
পেছনে একবারও না তাকিয়ে
আমি চলে যাব
যেখানে বাড়িগুলোর গায়ে
চাবুক মারছে বিদ্যুৎ
যেখানে গাছগুলোকে চুলের মুঠি ধরে
মাটিতে ফেলে দিতে চাইছে হাওয়া
যেখানে বন্ধ জানলায় নখ আঁচড়াচ্ছে
হিংস্র বৃষ্টি।
তুমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো।
Subscribe
0 Comments
Oldest