Tathagata kobita Asad Chowdhury তথাগত কবিতা আসাদ চৌধুরী
যখন হিংসার বানে ভাসতে থাকে মানব-সভ্যতা
সর্বত্র যুদ্ধের ঢেউ— বিশ্বজুড়ে মরণের নৃত্য
শুর হয়, তথাগত, তখন তোমাকে মনে পড়ে।
লোভ, ভয়, ঘৃণা ও ক্রোধের সর্বগ্রাসী দ্রিমি, দ্রিমি—
তখন মন্ত্রের মতো অহোরাত্র যপি সেই বাণী,
জগতের সকল প্রাণীর সুখ হোক, শান্তি হোক।
আমাদের পাপের দু’ঠোঁটে, অমৃতময় এ-বাণী
এতো বেশি বেমানান অমিতাভ, মেকি মনে হয়,
তবু যপি প্রবল বিশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে মন্ত্র
জগতের সকলের,— সকল প্রাণীর— সুখ হোক।
Subscribe
0 Comments
Oldest