Amar sontan kobita lyrics আমার সন্তান – ভারতচন্দ্র রায়গুণাকর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Amar sontan kobita lyrics Bharatchandra Ray Gunakor আমার সন্তান - ভারতচন্দ্র রায়গুণাকর

 

অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে।

পার কর বলিয়া ডাকিলা পাটুনীরে ॥

সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনী।

ত্বরায় আনিল নৌকা বামাস্বর শুনি।

ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী।

একা দেখি কুলবধূ কে বট আপনি ॥

পরিচয় না দিলে করিতে নারি পার।

ভয় করি কি জানি কে দিবে ফেরফার ॥

ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী।

বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি ॥

বিশেষণে সবিশেষ কহিবারে পারি।

জানহ স্বামীর নাম নাহি ধরে নারী ॥

পাটুনী বলিছে মাগো শুন নিবেদন।

সেঁউতী উপরে রাখ ও রাঙ্গা চরণ ॥

পাটুনীর বাক্যে মাতা হাসিয়া অন্তরে।

রাখিলা দুখানি পদ সেঁউতী উপরে ॥

সে পদ রাখিলা দেবী সেঁউতী উপরে।

সেঁউতীতে পদ দেবী রাখিতে রাখিতে।

সেঁউতী হইল সোনা দেখিতে দেখিতে ॥

সোনার সেঁউতী দেখি পাটুনীর ভয়।

এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় ॥

তীরে উত্তরিল তরি তারা উত্তরিলা

পূর্বমুখে সুখে গজগমনে চলিলা ॥

সেঁউতী লইয়া বক্ষে চলিলা পাটুনী।

পিছে দেখি তারে দেবী ফিরিয়া আপনি ॥

সভয়ে পাটুনী কহে চক্ষে বহে জল।

দিয়াছ যে পরিচয় সে বুঝিনু ছল ॥

হের দেখ সেঁউতীতে থুয়েছিলা পদ।

কাঠের সেঁউতী মোর হৈলা অষ্টাপদ ॥

 

ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়।

দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয় ॥

তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর।

তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার ॥

যে দয়া করিল মোর এ ভাগ্য উদয়।

সেই দয়া হৈতে মোরে দেহ পরিচয় ॥

ছাড়াইতে নারি দেবী কহিলা হাসিয়া।

কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া ॥

আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে।

চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে ॥

কত দিন ছিনু হরিহোড়ের নিবাসে।

ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে ॥

ভবানন্দ মজুন্দার নিবাসে রহিব।

বর মাগ মনোনীত যাহা চাহ দিব ॥

প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে।

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ॥

তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান।

দুধে ভাতে থাকিবেক তোমার সন্তান ॥

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।