Nichur kache nichu hote নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Nichur kache nichu hote sikhli na re mon নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

 

নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন,

তুই সুখি জনের করিস পূজা, দুঃখীর অযতন।

মূঢ় মন, সুখি জনের করিস পূজা, দুঃখীর অযতন।

নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন।

লাগে নি যার পায়ে ধুলি, কি নিবি তার চরণ ধুলি,

নয়রে সোনায়, বনের কাঠেই হয় রে চন্দন।

মূঢ় মন, হয় রে চন্দন।

নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন।

এ মোধন মায়ের মতন, দুঃখীটুতেই অধিক যতন,

এ ধনেতে ধনি যে জন, সেই তো মহাজন।

মূঢ় মন, সেই তো মহাজন।

বৃথা তোর কৃচ্ছসাধন, সেবাই নরের শ্রেষ্ঠ সাধন,

মানবের পরম তীর্থ দীনের শ্রীচরণ।

মূঢ় মন, দীনের শ্রীচরণ।

মতামতের তর্কে মত্ত, আছিস ভুলে পরম সত্য,

সকল ঘরে সকল নরে আছেন নারায়ণ।

মূঢ় মন, আছেন নারায়ণ।

নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।