প্রেমপর্ব (কবিতা) – শ্রীজাত র কবিতা Premporbo Poem Srijato
খ্যাপা উল্টো স্রোতেই সাঁতরায়
তার দু’মাত্রা তিনমাত্রায়
কিছু যায় আসে না আজকাল
তবু রং লাগানাে কাব্যে
লােকে যা খুশি তাই ভাববে
কথা হবেই হবে পাঁচকান
তুমি টের পাওনা সবটা
তাই কাজ সেরে ফি হপ্তা
যাও ক্লান্ত পায়ে কাকদ্বীপ
ওই শ্যাওলাজমা চত্বর
আর দোমড়ানাে বইপত্তর
খুব চাইছিল কেউ হাত দিক
তার হাতে তাে নখ, বিশ্রী।
তুমি বলছ ‘কেটে দিচ্ছি।
কই, নেলকাটারটা দিন তাে—
তার নখের ডগায় আয়না
তাই এমনি কাটা যায় না
বদলে তার সঙ্গে তােমার জীবন কাটে
বিরক্ত, নিশ্চিন্ত।
Subscribe
0 Comments
Oldest