Aji boshonto jagroto dare আজি বসন্ত জাগ্রত দ্বারে কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Aji boshonto jagroto dare kobita lyrics আজি বসন্ত জাগ্রত দ্বারে কবিতা

 

আজি বসন্ত জাগ্রত দ্বারে।

তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে

কোরো না বিড়ম্বিত তারে।

আজি      খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,

আজি       ভুলিয়ো আপনপর ভুলিয়ো,

এই       সংগীতমুখরিত গগনে

তব       গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।

এই      বাহিরভূবনে দিশা হারায়ে

দিয়ো       ছড়ায়ে মাধুরী ভারে ভারে।

 

অতি নিবিড় বেদনা বনমাঝে রে

আজি পল্লবে পল্লবে বাজে রে —

দূরে গগনে কাহার পথ চাহিয়া

আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে।

মোর      পরানে দখিন বায়ু লাগিছে,

কারে      দ্বারে দ্বারে কর হানি মাগিছে,

এই      সৌরভবিহবল রজনী

কার      চরণে ধরণীতলে জাগিছে।

ওগো      সুন্দর, বল্লভ, কান্ত,

তব      গম্ভীর আহবান কারে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।