Boshonto aol re Podaboli বসন্ত আওল রে ভানুসিংহের পদাবলী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Boshonto aol re Bhanusingher Podaboli বসন্ত আওল রে ভানুসিংহের পদাবলী

 

বসন্ত আওল রে!

মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী

কানন ছাওল রে।

শুন শুন সজনী হৃদয় প্রাণ মম

হরখে আকুল ভেল,

জর জর রিঝসে দুখ জ্বালা সব

দূর দূর চলি গেল।

মরমে বহই বসন্তসমীরণ,

মরমে ফুটই ফুল,

মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহু

অহরহ কোকিলকুল।

সখি রে উছসত প্রেমভরে অব

ঢলঢল বিহ্বল প্রাণ,

নিখিল জগত জনু হরখ-ভোর ভই

গায় রভসরসগান।

বসন্তভূষণভূষিত ত্রিভুবন

কহিছে দুখিনী রাধা,

কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,

হৃদিবসন্ত সো মাধা?

ভানু কহত অতি গহন রয়ন অব,

বসন্তসমীর শ্বাসে

মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল

ফুল্ল বাসনা-বাসে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।