Nera beltolay jay kobar kobita lyrics নেড়া বেলতলায় যায় কবার?

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Nera beltolay jay kobar kobita lyrics নেড়া বেলতলায় যায় কবার?

 

রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা—

ঠোঙাভরা বাদামভাজা খাচ্ছে কিন্তু গিলছে না৷

গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা;

রাজা বলে, ‘বৃষ্টি নামা— নইলে কিচ্ছু মিলছে না৷’

থাকে সারা দুপুর ধ’রে ব’সে ব’সে চুপটি ক’রে,

হাঁড়িপানা মুখটি ক’রে আঁকড়ে ধ’রে শ্লেটটুকু;

ঘেমে ঘেমে উঠছে ভিজে ভ্যাবাচ্যাকা একলা নিজে,

হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু৷

ঝাঁ ঝাঁ রোদ আকাশ জুড়ে, মাথাটার ঝাঁঝ্‌রা ফুঁড়ে,

মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর্‌ ঝন্‌;

ঠাঠা–পড়া দুপুর দিনে, রাজা বলে, ‘আর বাঁচিনে,

ছুটে আন্‌ বরফ কিনে ক’চ্ছে কেমন গা ছন্‌ছন্‌৷’

সবে বলে, ‘হায় কি হল! রাজা বুঝি ভেবেই মোলো!

ওগো রাজা মুখটি খোল–কওনা ইহার কারণ কি?

রাঙামুখ পান্‌সে যেন তেলে ভাজা আম্‌সি হেন,

রাজা এত ঘামছে কেন–শুনতে মোদের বারণ কি?’

 

রাজা বলে, ‘কেইবা শোনে যে কথাটা ঘুরছে মনে,

মগজের নানান্‌ কোণে– আনছি টেনে বাইরে তায়,

সে কথাটা বলছি শোন, যতই ভাব যতই গোণ,

নাহি তার জবাব কোনো কূলকিনারা নাইরে হায়!

লেখা আছে পুঁথির পাতে, ‘নেড়া যায় বেলতলাতে,’

নাহি কোনো সন্দ তাতে–কিন্তু প্রশ্ন ‘কবার যায়?’

এ কথাটা এদ্দিনেও পারোনিকো বুঝতে কেও,

লেখেনিকো পুস্তকেও, দিচ্ছে না কেউ জবাব তায়৷

লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কিসে?

ভেবে তাই না পাই দিশে নাই কি কিচ্ছু উপায় তার?’

এ কথাটা যেমনি বলা রোগা এক ভিস্তিওলা

ঢিপ্‌ ক’রে বাড়িয়ে গলা প্রণাম করল দুপায় তার৷

হেসে বলে, ‘আজ্ঞে সে কি? এতে আর গোল হবে কি?

নেড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার—

আমাদেরি বেলতলা সে নেড়া সেথা খেলতে আসে

হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে পঁচিশ বার৷’

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।