Dol kobita lyrics Rabindranath Tagore দোল কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর
আলোকরসে মাতাল রাতে
বাজিল কার বেণু।
দোলের হাওয়া সহসা মাতে,
ছড়ায় ফুলরেণু।
অমলরুচি মেঘের দলে
আনিল ডাকি গগনতলে,
উদাস হয়ে ওরা যে চলে
শূন্যে-চরা ধেনু।
দোলের নাচে সে বুঝি আছে
অমরাবতীপুরে?
বাজায় বেণু বুকের কাছে,
বাজায় বেণু দূরে।
শরম ভয় সকলি ত্যেজে
মাধবী তাই আসিল সেজে,
শুধায় শুধু ‘বাজায় কে যে
মধুর মধু সুরে’।
গগনে শুনি একি এ কথা,
কাননে কী যে দেখি!
এ কি মিলনচঞ্চলতা
বিরহব্যথা এ কি!
Subscribe
0 Comments
Oldest