Saborno poem Mandacranta Sen সাবর্ণ (কবিতা) – মন্দাক্রান্তা সেন
নাক চোখ এত কাটা কাটা
সারামুখে রক্ত লেগে আছে
সামনে যেই রেখেছি আয়নাটা
দিন কেটে গেল ভাঙা কাচে
এত কাটা কাটা নাক চোখ
ছুঁলে রক্তে মাখামাখি হাত
আয়না, সে যতই ভাঙা হােক
মুখচ্ছবি গড়ে নিচ্ছে রাত
Subscribe
0 Comments
Oldest