Kuri bochor fire petam jodi kobita কুড়ি বছর ফিরে পেতাম যদি কবিতা
কুড়ি বছর ফিরে পেতাম যদি
নতুন করে সাজিয়ে নিতাম ঘুঁটি
আমি তখন পঁচিশ বসন্তের
যেন ভিনাস, সাগর থেকে উঠি।
কুড়ি বছর ফিরে পেতাম যদি
অন্য কোনও জীবন বেছে নিতাম
ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে
তারায় তারায় উঠত জ্বলে নাম
হিলহিলে ত্বক, চেকনাই চোখমুখ
সাজপোশাকে লাগিয়ে দেব তাক
যে দেখবে তার ঘুরবে মাথা ভোঁ ভোঁ
খুশি হবেন বুড়ো প্যাট্রিয়ার্ক।
নিজের ডাকা স্বয়ংবর সভায়
বেছে নিতাম সুপারম্যান হিরো
অ্যান্টোনিও ব্যান্ডেরাসের দিকে
ছুড়ে দিতাম বসন্তের তিরও।
গম্ভীর এই দিদিমণির মুখে
বসিয়ে দিতাম মোনালিসার হাসি
যে কথা আমি বলিনি কোনওদিন
বলে উঠব, তোমায় ভালবাসি।
Subscribe
0 Comments
Oldest