Tomake sesh chithi kobita Srijato তোমাকে শেষ চিঠি কবিতা শ্রীজাত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Tomake sesh chithi kobita Srijato তোমাকে শেষ চিঠি কবিতা শ্রীজাত

 

ঘুমে ঝগড়ায় ঘুমে ঝগড়ায় ঘুমে

ছেড়ে তো এলাম বরফের মরশুমে

 

এখনো তোমার ওভারকোটের কাছে

আদরের মতো কী একটা লেগে আছে …

 

ও নিয়ে ভেবো না। উইকেণ্ড-এর রাতে

আমাকে যদি বা না-ও মনে পড়ে, তাতে

 

বিস্ময় নেই। হাইওয়ে আছে শুধু

ছেড়ে আসা যত, তার চে’ওবেশী ধূ-ধূ …

 

মাঝে টিম টিম দেকোনপাটের বাকি

ছেড়ে তো এলাম বয়েসের বরসাতি

 

এখনো ওখানে সামান্য বিনিময়ে

দু’জনের ঠোঁট রাখা যায়, একই স্ট্র-এ ?

 

একা যদি যাও ড্রাইভে, কিনো

হাইওয়ে থেকে, মাঝরাতে, ক্যাপুচিনো

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।