Smriti kobita lyrics Rabindranath Tagore স্মৃতি – রবীন্দ্রনাথ ঠাকুর
এই দেহ-পানে চেয়ে পড়ে মোর মনে
যেন কত শত পূর্ব-জনমের স্মৃতি ।
সহস্র হারানাে সুখ আছে ও নয়নে,
জন্মজন্মান্তের যেন বসন্তের গীতি।
যেন গাে আমারি তুমি আত্মবিষ্মরণ,
অনন্ত কালের মাের সুখ দুঃখ শােক,
কত নব জগতের কুসুমকানন,
কত নব আকাশে চাঁদের আলাে।
কত দিবসে তুমি বিরহের ব্যথা,
কত রজনী তুমি প্রণয়ের লাজ-
সেই হাসি সেই অশ্রু সেই-সব কথা
মধুর মুরতি ধরি দেখা দিল আজ।
তােমার মুখেতে চেয়ে তাই নিশিদিন
জীবন সুদূরে যেন হতেছে বিলীন।।
Subscribe
0 Comments
Oldest