Voy kobita Srijato Bandopadhyay ভয় – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছ? ভয় খাব না।
হাত থেকে হাত পাল্টি খেয়ে পয়সা গােনা
পয়সা নিজেও সেয়ানা খুব। হেড টেল-এ তার
ফয়সালা চাই। পয়সা নাচায় শেখ। ছেলেটা
শেখের ঘােড়া ফুসলে পালায়…শক্ত লাগাম
দিনরাতদিন মায়ের গলায় রক্ত না গান
বাবার হাড়ে ঘুণপোকা। ঘুণ স্বপ্নজুড়ে
কাজ জোগাড়ের কর্মশালায় সব মজুরের
মজুরি নাই। তাও দয়াময় উপরি দিলেন
টিউশানিতে, কাব্যপাঠে, প্রুফ রিডিঙে…
তিনজনের চলে না তাতে। একার চলে।
সব দেখেছি তােমার দিকে দেখার ছলে
ছল শেখাচ্ছ ? ছল শেখাচ্ছ? ছল কাকে হে
হালকা অনেক ভেলকি আছে পলকা দেহে
একসমুদ্র নুন জমেছে অশ্রুকালীন…
দ্যাখ না কী হয়। দ্যাখ কীভাবে
আজ ভরাপেট
কাল আধাপেট
পরশু খালি…!
Subscribe
0 Comments
Oldest