Akbar nijer kache jai একবার নিজের কাছে যাই – মহাদেব সাহা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bengali Poem, Akbar nijer kache jai kobita lyrics written by Mahadev Saha বাংলা কবিতা, একবার নিজের কাছে যাই লিখেছেন মহাদেব সাহা।

 

একবার নিজের কাছে যাই

আমার নিজের কাছে যাই

বাইরে থেকে ভেতরে আসি

ভেতরে যদি নিজেকে খুঁজে পাই।

কতদিন নিজের সাথে হয়না দেখা, বাক্য বিনিময়

নিজেকে যেন ভুলেই গেছি

নিজেকে বড় অচেনা মনে হয়

নিজের মুখ পড়ে না মনে

নিজের সাথে হয়না দেখাশোনা

নিজেই আজ নিজের থেকে দূরে

বৃথাই স্বপ্ন জাল বোনা।

 

আজ নিজের কাছে একটু বসি

করি নিজের সাথে খেলা

একটি দিন নিজের কাছে থাকি

এই কাটাই সারাবেলা

আজ নিজের চোখে তাকিয়ে দেখি কত জমেছে জল

তাকিয়ে দেখি নিজের বুকেই ফুটেছে এই ব্যথার শতদল।

 

নিজেকে নিয়েই মগ্ন থাকি

নিজেকে আজ নগ্ন করে দেখি

নিজের কাছে রাত্রি জেগে

ভালোবাসার একটি চিঠি লিখি।

 

একবার নিজের কাছে যাই

আমার নিজের কাছে যাই

নিজের কাছে একটু বসি

একটু এই মনের খবর চাই।

একবার নিজের কাছে যাই

আমার নিজের কাছে যাই

বাইরে থেকে ভেতরে আসি

ভেতরে যদি নিজেকে খুঁজে পাই

কতদিন নিজের সাথে হয়না দেখা

বাক্য বিনিময়

নিজেকে যেন ভুলেই গেছি

নিজেকে বড় অচেনা মনে হয়।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।