Hay kotha sei din kobita lyrics হায় কোথা সেইদিন কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bengali Poem, Hay kotha sei din kobita lyrics written by Rangalal Bandopadhyay বাংলা কবিতা, হায় কোথা সেইদিন লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

 

হায় কোথা সেইদিন             ভেবে হয় তনু ক্ষীণ,

     এ যে কাল পড়েছে বিষম।

সত্যের আদর নাই,              সত্যহীন সব ঠাঁই,

      মিথ্যার প্রভুত্ব পরাক্রম।।

 

সব পুরুষার্থ-শূণ্য                কিবা পাপ কিবা পূণ্য,

      ভেদজ্ঞান হইয়াছে গত।

বীর-কার্যে রত যেই,            গোঁয়ার হইবে সেই,

      ধীর যিনি ভিরুতায় রত।।

 

নাহি সরলতা লেশ,             দ্বেষেতে ভরিল দেশ,

     কিবা এর শেষ নাহি জানি।

ক্ষীণ দেহ, ক্ষীণ মন,           ক্ষীণ প্রাণ, ক্ষীণ পণ,

     ক্ষীণ ধনে ঘোর অভিমানী।।

 

হায় কবে দুঃখ যাবে,           এ দশা বিলয় পাবে,

        ফুটিবেক সুদিন-প্রসূন।

কবে পুনঃ বীর-রসে,            জগত ভরিবে যশে,

        ভারত ভাস্বর হবে পুনঃ?

 

আর কি সেদিন হবে,            একতার সূত্রে সবে,

         বদ্ধ রবে মননে বচনে?

পূজিবে সত্যের মূর্তি,            প্রণয় পাইবে স্ফূর্তি

          সুখদ সরল আচরণে?

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।