Har mana haar porabo tomar gole হার-মানা হার পরাব তোমার গলে
হার-মানা হার পরাব তোমার গলে—
দূরে রব কত আপন বলের ছলে।
জানি আমি জানি ভেসে যাবে আভিমান—
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষাণ তখন গলিবে নয়নজলে।
শতদলদল খুলে যাবে থরে থরে,
লুকানো রবে না মধু চিরদিন-তরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি—
পরম মরণ লভিব চরনতলে।
Subscribe
0 Comments
Oldest