Abujh kobita lyrics Shukumar Ray অবুঝ কবিতা সুকুমার রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bengali Poem, Abujh kobita lyrics written by Shukumar Ray বাংলা কবিতা, অবুঝ লিখেছেন সুকুমার রায়।

 

চুপ করে থাক্, তর্ক করার বদভ্যাসটি ভাল না,

এক্কেবারেই হয় না ওতে বুদ্ধিশক্তির চালনা।

দেখ্ ত দেখি আজও আমার মনের তেজটি নেভেনি—

এইবার শোন বলছি এখন— কি বলছিলাম ভেবেনি!

বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার,

উচু রকম পদ্যে লেখা আগাগোড়াই সবি তার।

তাইতে আছে ‘দশমুখে চায়, হ জম করে দশোদর,

শ্মশানঘাটে শষপানি খায় শশব্যস্ত শশধর।’

এই কথাটার অর্থ যে কি ,ভাবছে না কেউ মোটেও—

বুঝছে না কেউ লাভ হবে কি, অর্থ যদি জোটেও।

এরই মধ্যে হাই তুলিস যে? পুতে ফেলব এখনি,

ঘুঘু দেখেই নাচতে শুরু, ফাঁদ ত বাবা দেখনি!

কি বললি তুই? সাতান্নবার শুনেছিস্ ঐ কথাটা?

এমন মিথ্যা কইতে পারিস্ লক্ষ্মীছাড়া বখাটা!

আমার সঙ্গে পাল্লা দিয়ে সাধ্যি নেই কো পেরোবার

হিসেব দেব বলেছি এই চোদ্দবার কি তেরোবার।

সাতান্ন তুই গুনতে পারিস? মিথ্যেবাদী! গুনে যা—

ও শ্যামাদাস! পালাস্ কেন? রাগ করিনি, শুনে যা।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।