Jibon toke niye kobita Srijato জীবন, তােকে নিয়ে – শ্রীজাত
ওজনে কম হল যৌবন
আঙুলে বড় হল আংটি
কোথাও তবু ভারসাম্য
বজায় রেখে চলে শান্তি
পা দিলে পড়ে যাব নির্ঘাৎ
শ্যাওলা পােষে কত কার্নিশ
প্রেমের দিকটায় যাই না।
রাতের বাসে লং জার্নি..
যেদিকে ঈশ্বর থাকে না
সেদিকে মুখ করে পেচ্ছাপ।
ফ্ল্যাটের ছােট-ছােট জানলায়
আদর, প্রবলেম, কেচ্ছা…
সময়-অসময় দুই ভাই।
দুয়েরই খুরে-খুরে পেন্নাম
মরে যাবার পর স্বর্গ…
মরে যাবার আগে ঘেন্না!
জীবন, তােকে নিয়ে সকলেই
লিখেছি তিন-চার ছত্র
সেসব নিয়ে আজ বই হােক—
‘সেলিম লংড়ে পে মত রাে’
Subscribe
0 Comments
Oldest