Jhumkolotay jonaki kobita lyrics ঝুমকোলতায় জোনাকি কবিতা
ঝুমকোলতায় জোনাকি—
মাঝে মাঝে বিষ্টি গো
আবোল তাবোল বকে কে
তারও চেয়ে মিষ্টি গো
মিষ্টি, মিষ্টি।
আকাশে সব ফ্যাকাশে
ডালিম-দানা পাকেনি,
চাঁদ ওঠেনি কোলে তার
মা বলে সে ডাকেনি
রাগ করেছে বাঘিনী
বারো বছর হাসে না,
স্বপ্ন তাহার ভেঙে যায়
খোকা কেন আসে না।
পাথর হয়ে আছে-ঝিনুক দুধের বাটি দোলে না
মাকে বলে—’খোকা কই
কিছুই খেলা হলো না!
কিছুই ভালো লাগে না!’
কেঁদে বলে ঘরের জিনিস—’যেমন ছিলাম তেমনি আছি—
খোকা কেন ভাঙে না,
কিছুই ভালো লাগে না।’
Subscribe
0 Comments
Oldest