Borai kobita lyrics Shukumar Ray বড়াই কবিতা সুকুমার রায়
গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা,
মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা।
রাজার হাতি হাওদা পিঠে হেলেদুলে আসে—
‘বাপ রে!’ বলে ব্যাঙ বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে!
রাজার হাতি, মেজাজ ভারি হাজার রকম চাল;
হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল৷
গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয়—
‘বাস রে বাস! হাতির গায়ে এমন জোরও হয়!’
মুখ বাড়িয়ে ব্যাঙ বলে, ‘ভাই, তাইতো তোরে বলি—
আমরা, অর্থাৎ চার পেয়েরা, এমিনভাবেই চলি॥’
Subscribe
0 Comments
Oldest