Attosomorpon kobita আত্মসমর্পণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Attosomorpon kobita Rabindranath Tagore আত্মসমর্পণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

 

তোমার আনন্দগানে আমি দিব সুর

যাহা জানি দু-একটি প্রীতি-সুমধুর

অন্তরের ছন্দোগাথা; দুঃখের ক্রন্দনে

বাজিবে আমার কণ্ঠ বিষাদবিধুর

তোমার কণ্ঠের সনে; কুসুমে চন্দনে

তোমারে পূজিব আমি; পরাব সিন্দূর

তোমার সীমন্তে ভালে; বিচিত্র বন্ধনে

তোমারে বাঁধিব আমি, প্রমোদসিন্ধুর

তরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে।

মানব-আত্মার গর্ব আর নাহি মোর,

চেয়ে তোর স্নিগ্ধশ্যাম মাতৃমুখ-পানে

ভালোবাসিয়াছি আমি ধূলিমাটি তোর।

জন্মেছি যে মর্ত-কোলে ঘৃণা করি তারে

ছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে।

 

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আদিত্য পাল
আদিত্য পাল
1 year ago

কবিতাটি সত্যি অসাধারণ

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।