Padmapatay Sisir Kobita পদ্মপাতায় শিশির কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়
পদ্মপাতার শিশির লেগে
পদ্মপাতার শিশির। তার চেয়েও শীতল, মেয়ে
তোমার বুকে উপোসী গাল রাখা ।
কিন্তু যখন মাস ঘুরবে
তিরিশ দিনে মাস। তোমার চুমার অঙ্গ পোড়া
সইবে কি আর এক বিছানায় থাকা ?
Subscribe
0 Comments
Oldest