অকালবর্ষণ কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

অকালবর্ষণ কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়

 

টুপ টুপানি টুপ

কার কপালে টিপ ?

চুপ কর তুই, চুপ…

বুকে করে ঢিপ ঢিপ !

 

ঝরঝরানি অঝোরে

কেন রে তুই কাঁদো রে ?

কে গিয়েছে রাগ ক’রে ?

 

ঝিরঝিরানি ঝরছেই, ঝরছেই

শিউলিগুলি কেমন যেন করছে !

বৃষ্টিভেজা আগুন রে,

হেমন্তে কোন ফাগুন রে?

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।