অকালবর্ষণ কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়
টুপ টুপানি টুপ
কার কপালে টিপ ?
চুপ কর তুই, চুপ…
বুকে করে ঢিপ ঢিপ !
ঝরঝরানি অঝোরে
কেন রে তুই কাঁদো রে ?
কে গিয়েছে রাগ ক’রে ?
ঝিরঝিরানি ঝরছেই, ঝরছেই
শিউলিগুলি কেমন যেন করছে !
বৃষ্টিভেজা আগুন রে,
হেমন্তে কোন ফাগুন রে?
Subscribe
0 Comments
Oldest