যতিহীন (কবিতা) – জীবনানন্দ দাশ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

যতিহীন (কবিতা) - জীবনানন্দ দাশ Jotihin kobita poem Jibanananda Das

 

বিকেলবেলা গড়িয়ে গেলে অনেক মেঘের ভিড়

কয়েক ফলা দীর্ঘতম সূর্যকিরণ বুকে

জাগিয়ে তুলে হলুদ নীল কমলারঙের আলোয়

জ্ব’লে উঠে ঝরে গেল অন্ধকারের মুখে।

যুবারা সব যে যার ঢেউয়ে,-

মেয়েরা সব যে যার প্রিয়ের সাথে

 

কোথায় আছে জানি না তো;

কোথায় সমাজ, অর্থনীতি? স্বর্গগামী সিঁড়ি

ভেঙে গিয়ে পায়ের নিচে রক্তনদীর মতো-

মানব ক্রমপরিণতির পথে লিঙ্গশরীরী

হয়ে কি আজ চারিদিকে গণনাহীন ধূসর দেয়াল

ছড়িয়ে আছে যে যার দ্বৈপসাগর দখল ক’রে!

পুরাণপুরুষ, গণমানুষ, নারীপুরুষ, মানবতা, অসংখ্য বিপ্লব

অর্থবিহীন হয়ে গেলে,-তবু আরেক নবীনতর ভোরে

সার্থকতা পাওয়া যাবে ভেবে মানুষ সঞ্চারিত হ’য়ে

পথে-পথে সবের শুভ নিকেতনের সমাজ বানিয়ে

তবুও কেবল দ্বীপ বানালো যে যার নিজের অবক্ষয়ের জলে।

প্রাচীন কথা নতুন ক’রে এই পৃথিবীর অনন্ত বোনভায়ে

ভাবছে একা-একা ব’সে

যুদ্ধ রক্ত রিরংসা ভয় কলরোলের ফাঁকেঃ

আমাদের এই আকাশ সাগর আঁধার আলোয় আজ

যে-দোর কঠিন; নেই মনে হয়; সে-দ্বার খুলে দিয়ে

যেতে হবে আবার আলোয় অসার আলোর ব্যাসন ছাড়িয়ে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।