বিদ্যাসাগর – মধুসূদন দত্ত Bidyasagor poem by Madhusudhan Dutta

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

বিদ্যাসাগর - মধুসূদন দত্ত Bidyasagor poem by Madhusudhan Dutta

 

বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে।

করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,

দীন যে, দীনের বন্ধু!—উজ্জ্বল জগতে

হিমাদ্রির হেম- ক্লান্তি অম্লান কিরণে।

কিন্তু ভাগ্য- বলে পেয়ে সে মহাপর্বতে,

যে জন আশ্রয় লয় সুবর্ণ -চরণে,

সেই জানে কত গুণ ধরে কত মতে

গিরীশ। কী সেবা তার সে সুখ- সদনে!—

দানে বারি নদীরূপ বিমলা কিংকরি ;

জোগায় অমৃত ফল পরম আদরে

দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি ;

পরিমলে ফুল- কুল দশ-দিশ ভরে ;

দিবসে শীতলশ্বাসী ছায়া, বনেশ্বরী,

নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।