Abhishap kobita Alok Sarkar : অভিশাপ – আলোক সরকার
ছায়ার ভিতরে বাড়ি যত চেনা, ছায়ার বাইরে
বাড়ি তত নয় – আজও এ- কঠিন খেলা
আমি মুখ বুজে মেনে নিই।
প্রণয়ভাষণগুলি ভুলে- থাকা, তোমার নিকট থেকে
দূরে চলে যাওয়া – এ- যে কি কঠিন খেলা
সকলেই সহজ বুঝবে।
এমনকি নীরব মেনেছি স্রোত ভুলে – থাকা।স্পষ্টত বসন্তকালে
ফুলের বাসর তাকে নিঃস্ব হিম অস্পন্দ ভাবার
রীতিগুলি যথাযথ জানি।
যন্ত্রণা কেবল মূক যন্ত্রণাহীনতা। আজ অনির্দেশ দূরে
যত বাঁশি বাজে যত শঙ্খধ্বনি আমি অমলিন
ছায়াম্লান সিঁড়ির ওপারে।
চলে যাই। শুধু দু- একটি হাত নড়ে, শুধু পক্ষপাতহীন
সজল চোখের তাপ – আজো এ নিস্পন্দ অভিশাপ
আমি মুখ নিচু মেনে নিই।
Subscribe
0 Comments
Oldest