Ekti stobdhota poem একটি স্তব্ধতা – অচিন্ত্যকুমার সেনগুপ্ত
যত কথা বলেছিলে ভুলে গেছি সব কথা তার, যাহা কিছু বলো নাই শুনি তার নিঃশব্দ ঝংকার। কথার করুন চাঁদ ঘুমাইত অধরের কোলে, ছোট ছোট কথাগুলি উদ্ভাসিত কবঞ্চ কপোলে। উড়িত কথার পাখি নয়নের নভে অগণন, চুলে তব মর্মরিত এলোমেলো কথার কানন।…