Aditei acho tumi kobita আদিতেই আছো তুমি – শুদ্ধসত্ব বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
আদিতেই আছো তুমি, আছো তুমি অন্তিমে অপার
ধরতে গেলে জীবনের প্রতিপর্বে, হাতে খড়ি থেকে
অ, আ, ক, খ, কর, খল, ঘট, পট, – এক পাশে রেখে
জল পড়ে, পাতা নড়ে – মন্ত্রগুলি কানে এলে আর
কি এক রহস্য বাজে প্রকৃতিকে দেখা ও শোনার !
আমরা মুখোশ পরে সারাক্ষণ থাকি মুখ ঢেকে
শুষ্ক কন্ঠে নিজেদের প্রতাপ জানাতে ডেকে হেঁকে
গলাবাজি করতেই ধরা পড়ে কি ধাতু আমার  !
একান্ড ঘটতে থাকে যখনই তোমার কাছে আসি
বিশ্বের দর্পণ তুমি, তোমার ও চোখের দৃষ্টিতে
তাবৎ মানুষ দেখি ধরা পড়ে মুহূর্তে চকিতে
প্রতিফলিতেরা শুধু নত মুখে প্রচন্ড বিশ্বাসী –
আমরা যে কত ছোট – সাগরের দরাজ আর্শিতে
বুঝে নিই । অন্ততঃ এ জন্যে তাই জানাই প্রণাম !

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।