Betare khobor jhore kobita বেতারে খবর ঝরে কবিতা আহমেদ ছফা
বেতারে খবর ঝরে, তাজা খুন; কাঁচা প্রাণ ঝরে ভিয়েৎনামে; পথে পথে নগরে বন্দরে, বনে বনান্তরে রক্ত ঝরে, রক্ত ঝরে তপ্ত রক্ত ঝরে। জিঘাংসার জটা মুক্ত সাগ্নিক নিঃশ্বাসে মূর্ত মমচেরা কামনার বেশুমার নিহত মুহূর্ত অকস্মাৎ আগ্নেয় ঝলকে দুর্মর চেতনারশ্মি দুর্জয়…