Emon triptir poem Al Mahmud এমন তৃপ্তির কবিতা – আল মাহমুদ
কী নিয়ে ঘর করবে? ফুটো হাঁড়ি ভাঙা চাল চুলাে শানকিতে শাদা ভাত, একটি মাটির দীপ জ্বেলে যার মুখ ভালাে লাগে, যদি তার চোখ দেখে ভােলো; সে পুরুষ যে-ই হােক, সে যদি নিজেকে দেয় ঢেলে আর সে আকাঙ্ক্ষা আনে, তৃপ্তি…